Thursday, July 4, 2013

ঈদে মিলাদুন্নবি - একটি জঘন্য বিদ'আত

গোড়ায় গলদঃ
রসুলুল্লাহ (সাঃ) থেকে স্বীয় জন্ম তারিখ সম্পর্কে কোন বিবরণ পাওয়া যায়নাতাঁর জীবনীকার দের মধ্যে তিনি কবে জন্ম গ্রহণ করেছেন তা নিয়ে মতভেদ আছেঅনেকের মতে তার জন্মদিন হল ১২ রবিউল আউয়ালআবার অনেকের মতে ৯ রবিউল আউয়ালকিন্তু আসলে কোনটা ঠিক?
সহীহ হাদীস নির্ভর বিশুদ্ধতম সীরাতগ্রন্থ হল আর-রাহীক আল-মাখতূম রসুলুল্লাহ (সাঃ) এর জন্ম দিবস সম্পর্কে এ গ্রন্থে বলা হয়েছে - রসুলুল্লাহ (সাঃ) ৫৭১ খৃস্টাব্দে ৯ রবিউল আউয়াল মোতাবেক ২০ এপ্রিল সোমবার প্রত্যুষে জন্ম গ্রহণ করেন

এ যুগের প্রখ্যাত আলিম মুহাম্মাদ সুলাইমান আল-মানসূর ও মিশরের প্রখ্যাত জোতির্বিজ্ঞানী মাহমূদ পাশা নিখুঁতভাবে প্রমাণ করেন যে কবে রসুলুল্লাহ (সাঃ) জন্মেছিলেনসহীহ মুসলিমে রসুলুল্লাহ (সাঃ) নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছেমাহমূদ পাশা গবেষণা ও হিসাব করে দেখিয়েছেন যে, ৫৭১ খ্রিষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তারিখের দিনটা ছিল বৃহস্পতিবারআর সোমবার ছিল ৯ রবিউল আউয়াল

মাহমূদ পাশার গবেষণার এ ফল প্রকাশিত হওয়ার পর সকল স্কলাররা তা গ্রহণ করেন এবং এখনোবধি কেউ তার প্রমাণ খণ্ডন করতে পারেননিঅতএব ধরে নেয়া যায় রসুলুল্লাহ (সাঃ) এর জন্ম দিবস হল ৯ রবিউল আউয়াল (১)

এখন জন্মদিবস যেটাই হোকনা কেন যেহেতু তা আমাদের হিসেব করে বের করতে হচ্ছে, অর্থা ক্বুরআন এবং সুন্নাহতে স্পষ্ট করে আসেনি তার মানে আল্লাহ চাননা এই দিনটির তারিখ মানুষ মনে রাখুকএতে যেমন এ দিনটি উদযাপন করবার সুযোগ সরিয়ে ফেলা হয়েছে তেমনি এ তারিখের ব্যাপারে কোন শরঈদলিলের অপ্রতুলতা সাব্যস্ত হয়েছে

অপরদিকে সর্বসম্মতভাবে রসুলুল্লাহ (সাঃ) এর মৃত্যু দিবস হল ১২ রবিউল আউয়ালযে দিনটিতে আমাদের প্রিয় নবীর জন্মোসব পালন করা হয় সে দিনটি মূলত তাঁর মৃত্যু দিবসমুসলিম হিসেবে আমাদের সবচেয়ে প্রিয় মানুষ মুহাম্মাদ (সাঃ)তাঁর প্রস্থানের দিনটিকে আমরা ঈদ অর্থাসবের দিন হিসেবে পালন করব এটা প্রকারান্তরে বোঝায় যে তাঁর মৃত্যুতে আমরা আনন্দিততাই এদিনটি ঈদ হিসেবে পালন করা খুব বড় ধরণের বেয়াদবি

বিদআত -একটি জঘন্য পাপঃ
ইসলাম ধর্মে পাপ হিসেবে শির্কের পরেই যার স্থান তার নাম বিদআতবিদআত মানে এমন কোন ইবাদাত যা রসুলুল্লাহ (সাঃ) দ্বারা নির্দেশিত নয়মুসলিম হিসেবে আমাদের বিশ্বাস যে আল্লাহ সর্বকালের সর্বসেরা মানুষ হিসেবে মুহাম্মদ ইবন আব্দুল্লাহ কে বেছে নিয়েছিলেন তার ধর্ম ইসলাম প্রচারের জন্যএবং মুহাম্মদ রসুলুল্লাহ (সাঃ) তাঁর দায়িত্ব সফলভাবে পালন করেছিলেনমুসলিম হিসেবে আমাদের দায়িত্ব তাকে অনুসরণ করাএখন আমরা যদি কোন নতুন ইবাদাত বা আমল প্রবর্তন করি তবে তাঁর অর্থ যে রসুলুল্লাহ (সাঃ) তাঁর দায়িত্ব ঠিকভাবে পালন করেননি এবং আমরা রসুলুল্লাহ (সাঃ) এর চেয়ে বেশি আল্লাহভীরু দেখে এই নতুন ইবাদাত করলাম। 
অথচ ক্বুরানে আল্লাহ স্পষ্টভাবে বলেন -
আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে মনোনীত করলাম
ইসলামের পরিপুর্ণতার পরে তাতে কোন কিছু যোগ বা পরিবর্তনের কোন সুযোগ নেই

রসুলুল্লাহ (সাঃ) নিজেও বলে গেছেন - নিশ্চয়ই সর্বোত্তম বাণী আল্লাহ্‌র কিতাব এবং সর্বোত্তম আদর্শ মুহাম্মদের আদর্শ আর সবচেয়ে নিকৃষ্ট বিষয় হল (দ্বীনের মধ্যে) নব উদ্ভাবিত বিষয় আর নব উদ্ভাবিত প্রত্যেক বিষয় বিদআত এবং প্রত্যেক বিদআত হল ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম” (৩)

ঈদে-মিলাদুন্নবির এই প্রথাটি ক্বুরান অথবা সহিহ সুন্নাহ বা কোন সাহাবিদের আমল থেকে প্রমাণিত নয়ইমাম ইবনু তাইমিয়া রহ. বলেন,
এ কাজটি পূর্ববর্তী ব্যক্তিগণ করেননি অথচ এ কাজ জায়িয থাকলে সওয়াব লাভের উদ্দেশ্যে তা পালন করার কার্যকারণ বিদ্যমান ছিল এবং পালন করতে বিশেষ কোন বাধাও ছিল না যদি এটা শুধু কল্যাণের কাজই হতো তাহলে আমাদের চেয়ে তারাই এ কাজটি বেশী করতেন কেননা তারা আমাদের চেয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম-কে বেশী সম্মান করতেন ও ভালবাসতেন এবং কল্যাণের কাজে তারা ছিলেন বেশী আগ্রহী” (৪)

আমরা রসুলুল্লাহ (সাঃ) কে অনুসরণ করব - অর্থা তিনি যা করেছেন আমরা তাই করার চেষ্টা করবআমরা তাঁর আগে আগেও চলবনা, তাঁর পথ ছেড়ে অন্য পথেও চলবনাবিদআত পাপ হিসেবে এত ভয়াবহ কারণ মানুষ ভাবে সে ভাল কাজ করছে পক্ষান্তরে সে আল্লাহর রসুলের আমলে পরিবর্তন বা বৃদ্ধি করার মাধ্যমে রসুলুল্লাহ (সাঃ) কে অপমান করেঅন্যান্য পাপের জন্য মানুষ অনুতপ্ত হয় ও ক্ষমা চায়, কিন্তু বিদআতকে যেহেতু মানুষ পাপ হিসেবেই চিহ্নিত করতে পারেনা তাই এর জন্য সে ক্ষমাও চায়না

জন্মদিনঃ
পূর্ববর্তী নবীদের আনীত সব ধর্মগুলোরই Corruption pattern যদি আমরা লক্ষ করি তাহলে একটা মিল খুঁজে পাবযেমন হিন্দুরা মুর্তিকে আল্লাহর স্থানে বসিয়েছে, খ্রিষ্টানরা ঈসা ও মারিয়াম (আঃ) কে আল্লাহর আসন দিয়েছে, মুসলিমরা কবর/পীর কে আল্লাহর প্রাপ্য মর্যাদা দিয়েছে
আবার হিন্দুরা কৃষ্ণের জন্মদিনকে জন্মাষ্টমী হিসেবে পালন করে, খ্রিষ্টানরা আল্লাহর দেয়া উসব বাদ দিয়ে ঈসা (আঃ) এর তথাকথিত জন্মদিনকে বড়দিন হিসেবে উদযাপন করেএজন্য মুহাম্মদ (সাঃ) প্রবর্তিত ইসলামের একটি মূলনীতি হল - ধর্মীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে বিধর্মীদের বিশেষত ইহুদী-খ্রিষ্টানদের বিরোধিতা করাযারা সকল ঈদের বড় ঈদ হিসেবে মিলাদুন্নবি পালন করে তারা খ্রিষ্টানদের অনুকরণে এক ধাপ এগিয়ে গিয়েছেনএর পরের ধাপ হবে ঈদুল আযহা আর ঈদুল ফিতর বাদ হয়ে যাওয়া

রাংতা পাতায় মোড়াঃ
আমাদের দেশের কিছু ইসলামী দলকে দেখা যায় যে তারা মিলাদুন্নবী উদযাপন না করে সিরাতুননবি উদযাপন করেনসিরাতুননবি কি একদিন উদযাপনের দিন নাকি সারাজীবন? এটা কি সেমিনার করে বক্তৃতা দিয়ে পালন করতে হবে নাকি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে? বছরের এত সব দিন থাকতে ১২ তারিখে বা তার আশেপাশে কেন সিরাতুননবী করতে হবে? রসুল(সাঃ) সিরাত শেখার জন্য কেন একটি মাসকে বাছাই করতে হবে?
গাছের খাওয়া আর তলার কুড়ানো দুটোই করতে গিয়ে আমাদের দেশের ইসলামি দলগুলোর এমন অবস্থা হয়েছে যে খাটি মুসলিমরাও তাদের প্রতি সহানুভূতি হারিয়েছে আর সেকুলাররা তো পা ঝাড়ার উপরেই রাখেরাংতা পাতার মোড়কে বিদআত ঢেকে সেইসব ভ্রান্তদের কাছে টানা যায় যারা দুর্দিনে পগার পার হবেমাঝ থেকে কেবলই আল্লাহ ও তার রসুলের সুন্নাত থেকে দূরে সরে যাওয়া

রসুলুল্লাহ (সাঃ) কে ভালবাসা মানে তাকে অনুসরণ করা, তাঁর অবাধ্যতা না করাতাই আমাদের কর্তব্য মিলাদ বা ঈদে-মিলাদুন্নবি থেকে নিজেরা বেঁচে থাকা এবং আমাদের প্রিয়জনদের এসব বিদআত থেকে সাবধান করাকিন্তু তারপরেও যদি আমরা মিলাদুন্নবি বা সিরাতুননবি পালন করি তবে আমরা প্রকারান্তরে কিন্তু রসুল(সাঃ) কেই মিথ্যুক হিসেবে সাব্যস্ত করলাম কারণ তিনি স্পষ্ট বলে গেছেন -
যা কিছু কাউকে জান্নাতের নিকটবর্তী করে অথবা আগুন থেকে দূরবর্তী করে তার এমন কিছুই নেই যা কিনা তোমাদের জন্য স্পষ্ট করে বর্ণনা করা হয়নি”(৫)
আল্লাহ আমাদের দেশে চালু পপুলার ইসলাম থেকে রক্ষা করে তার রসুলের(সাঃ) প্রেরিত খাটি ইসলাম জানা ও মানার তৌফিক দিনআমিন
--------------------------------------------------------------------------------
১ - মাহমুদ পাশাঃ তারীখে খুযরী, ১/৬২
২ - সূরা আলে-ইমরান : ৮৫
৩ - সহীহ মুসলিম, হাদীস নং ১৫৩৫ ও সুনান আন-নাসায়ী, হাদীস নং ১৫৬০
৪ - ইকতিযা আস-সিরাত আল মুস্তাকিম-২/৬১৫
৫ - তাবারানীর আল মুজাম আল কাবির, আলবানীর মতে সহিহ


4 comments:

  1. brother you should study more...........i think u r a foolish.........u should read al hawalil fatwa by imam jalaluddin suyuti...........here u will get the evidence of miladunnobi (sm) InshaAllah........

    ReplyDelete
    Replies
    1. যদি আপনি আমার ভুলগুলো ধরিয়ে দেন তবে আসলেই খুশি হব।
      কিন্তু যদি আপনি হুজুর স.-এর সন্মানের নামে তার নামে মিথ্যা প্রচারে লিপ্ত হন তবে আসলেই ব্যথিত হব ...

      Delete
  2. আসলে যা আমাদের করা দরকার বা যা করার জন্য আমাদেরকে বলা হয়েছে, তা আমরা করি না
    যা করার আবশ্যকতা নাই, যা করার জন্য পরকালে জবাবদিহিতা করতে হবে না, তা নিয়েই আমরা মশগুল
    ভেবেচিন্তে জীবনযাপন করা উচিৎ বৈকি

    ReplyDelete
  3. জালালুদ্দীন সুয়ুতী ছাড়া কোন বড় আলিম বলেন, আর সাহাবী,তাবেয়ী বলেন কেহ এ বিষয়টাকে গ্রহণ করেন নি, তাই এটা প্রত্যাখান যোগ্য।

    ReplyDelete