মাযহাব


নিদিষ্ট মাযহাবের অনুসারী হওয়া কি ইসলামকে বিভক্ত করা ?

জমহুর সাহাবীরা হযরত উসমান রা. কে হযরত আলী রা. থেকে উত্তম বলতেন স্বাতন্ত্রতার জন্য হযরত উসমানকে উত্তম বলাকারীদের উসমানী বলা হয়। আর আলী রা. কে উত্তম বলাকারীদের আলিয়ী বলা হয়
কিছু তাবেয়ীকে উসমানী এবং আলিয়ী বলার বর্ণনা বুখারী শরীফের ১ নং খন্ডের ৪৩৩ নং পৃষ্টায় আছে 

কুরআনে পাকের ক্বিরাতের মাঝে যখন ইখতিলাফ হয় তখন স্বাতন্ত্রতার জন্য ক্বারী আসেম রহ. এর ক্বিরাত এবং ইমাম হামযাহ রাহ. এর ক্বিরাত রাখা হল এটাকে কেউতো এই উদ্দেশ্য নেয়নি যেএটা আল্লাহর কুরআন নয়বরং ক্বারী আসেমের বানানো! হাদিসের মাঝে মতভেদ হলে বলা হয় এটা আবু দাউদের হাদিস আর এটা বুখারীর হাদিস। এই কথার উপরও কেউ কুফরীর নিসবত করেনাতো! 

ঠিক এমনি হাল ফিক্বহী বিষয়ে মতভেদের সময় হানাফী” আর শাফেয়ী” বলাটা। আমরা ঈসায়ীদের বিপরীতে নিজেকে মুসলমান বলি। আহলে বিদআতি খারেজী মুতাজিলীদের বিপরীতে নিজেদের আহলে সুন্নাত বলি। আর শাফেয়ীদের বিপরীতে নিজেদের হানাফী বলি 

যেমন আমরা ভারতীদের বিপরীতে নিজেদের পাকিস্তানী বলি। (আমরা বলি বাংলাদেশী-অনুবাদক) জাতিভেদের বিপরীতে বলি আমরা পাঞ্জাবীলাহোরীদের বিপরীতে এসে বলি ওকারওয়ী। ওকারওয়ী পাঞ্জাবীপাকিস্তানিকে মেনে বলা হয় ছেড়ে নয়। বেচারা প্রফেসর সাহেবের এই অবস্থা হল যে, “নাকি” শব্দের ব্যবহারও সঠিকভাবে ব্যবহার করতে জানেননা। এই শব্দটি একই প্রকারের ক্ষেত্রে আসে যেমন আজ শনিবার নাকি রবিবারআজ নভেম্বর নাকি ডিসেম্বরসুতরাং প্রশ্ন হবে-তুমি মুহাম্মদী না ঈসায়ীতুমি হানাফী না শাফেয়ী?” কিন্তু একথা বলা ভুল এবং হাস্যকর যে, “তুমি পাকিস্তানী না পাঞ্জাবীআজ নভেম্বর না শনিবারতুমি হানাফী না মুহাম্মদী?”

আল্লাহ তায়ালা আমাদের সকলকে বুঝার এবং উম্মতের মাঝে ফাটল ধরানোর হাত থেকে রক্ষা করুন। আমিন

2 comments:

  1. amora sobai muslim....etai amader boktobbo hoya uchit...

    ReplyDelete
    Replies
    1. ধন্যবাদ। আমরা সবাই মুসলিম। যারা মাযহাব মানে তারা নিজেদের মুসলিম বলেই পরিচয় দিয়ে থাকে আলহামদুলিল্লাহ ...

      Delete