সহীহ হাদিস সরাসরি অনুসরন করা যাবে কিনা ?
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
যেকোন মুসলমানকেই কোরআন এবং হাদিস অনুসরন করতে হবে । কিন্তু কিভাবে ? সেভাবেই যেভাবে কোরআন হাদিসকে অনুসরন করতে বলা হয়েছে । যেভাবে সাহাবীরা, তাবেয়ীরা , তাবে-তাবেয়ীনরা
, পূরবর্তী ওলামায় কিরাম অনুসরন করেছেন । যেমন একটি উদাহরন দেয়া যাক । বর্তমানে দেখা যায় অনেকেই সিহাহ সিত্তা বা অন্য কোন
হাদিস শরীফের কিতাব পড়ে কোন একটি নতুন হাদিস শরীফ সম্বন্ধে জানল । বিষয়টি হয়ত তার কাছে নতুন অথবা তার প্রতিষ্ঠিত কোনো
মতের সাথে সাংঘর্ষিক । এখন সে কি করবে
? যেহেতু এটি সহীহ হাদিস স্বভাবতই সবাই বলবেন এই হাদিস
শরীফের ওপরই আমল করা উচিত ।
আসলেই
কি তাই ?
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteদু:খিত ভুলে মুছে গেছে। মন্তব্যের জন্য জাযাকাল্লাহ খাইরান
Deleteবলতে পারেন ? সিরাতুল মুস্তাকিম শব্দ দুটির অর্থ কি ? সবাই বলেন এর অর্থ "সোজা রাস্তা"। অনেকে সোজা রাস্তার ্কথা ভেবে ইসলামি যেসব হুকুম আহকাম আছে কোরআন কিংবা হাদিশে,সেসব
ReplyDeleteপালন করতে গিয়ে সোজা সুজিই চিন্তা ভাবনা ্করে থাকেন । যেমন ধরুন, আমার এক বন্ধু রাস্তা দিয়ে গাড়ী চালিয়ে যাওয়ার সময় রাস্তায় বাঁক দেখতে পেল । সে ভাবল সোজা রাস্তায় চলা বুদ্ধিমানের কাজ অতএব বাঁক থেকে গাড়ী নামিয়ে সোজা চালিয়ে দিলো। ছোট্ট এ্কটা গর্তের কারণে রাস্তা বাঁক নিয়েছিল,সুতরাং বন্ধু আমার গর্তে পড়ে গেল । যাদের মাথায় শুধু ছহিহ হাদিশের ছহি আ্মলের চিন্তা কি্লবিল করছে তাহারা
হার্টে পেস মেকার কিংবা দাঁত অপারেশন বা দাঁত বাঁধানো কাজ কি ভাবে করবেন । এ সম্পর্কে ছহিহ হাদিশ থাকলে জানিয়ে বাধিত করবেন ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Delete