Thursday, May 3, 2012

অনুসরন


সহীহ হাদিস সরাসরি অনুসরন করা যাবে কিনা ?

বিসমিল্লাহির রাহমানির রাহিম

যেকোন মুসলমানকেই কোরআন এবং হাদিস অনুসরন করতে হবে কিন্তু কিভাবে ? সেভাবেই যেভাবে কোরআন হাদিসকে অনুসরন করতে বলা হয়েছে যেভাবে সাহাবীরা, তাবেয়ীরা , তাবে-তাবেয়ীনরা , পূরবর্তী ওলামায় কিরাম অনুসরন করেছেন যেমন একটি উদাহরন দেয়া যাক বর্তমানে দেখা যায় অনেকেই সিহাহ সিত্তা বা অন্য কোন হাদিস শরীফের কিতাব পড়ে কোন একটি নতুন হাদিস শরীফ সম্বন্ধে জানল বিষয়টি হয়ত তার কাছে নতুন অথবা তার প্রতিষ্ঠিত কোনো মতের সাথে সাংঘর্ষিক এখন সে কি করবে ? যেহেতু এটি সহীহ হাদিস স্বভাবতই সবাই বলবেন এই হাদিস শরীফের ওপরই আমল করা উচিত আসলেই কি তাই

5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. দু:খিত ভুলে মুছে গেছে। মন্তব্যের জন্য জাযাকাল্লাহ খাইরান

      Delete
  2. বলতে পারেন ? সিরাতুল মুস্তাকিম শব্দ দুটির অর্থ কি ? সবাই বলেন এর অর্থ "সোজা রাস্তা"। অনেকে সোজা রাস্তার ্কথা ভেবে ইসলামি যেসব হুকুম আহকাম আছে কোরআন কিংবা হাদিশে,সেসব
    পালন করতে গিয়ে সোজা সুজিই চিন্তা ভাবনা ্করে থাকেন । যেমন ধরুন, আমার এক বন্ধু রাস্তা দিয়ে গাড়ী চালিয়ে যাওয়ার সময় রাস্তায় বাঁক দেখতে পেল । সে ভাবল সোজা রাস্তায় চলা বুদ্ধিমানের কাজ অতএব বাঁক থেকে গাড়ী নামিয়ে সোজা চালিয়ে দিলো। ছোট্ট এ্কটা গর্তের কারণে রাস্তা বাঁক নিয়েছিল,সুতরাং বন্ধু আমার গর্তে পড়ে গেল । যাদের মাথায় শুধু ছহিহ হাদিশের ছহি আ্মলের চিন্তা কি্লবিল করছে তাহারা
    হার্টে পেস মেকার কিংবা দাঁত অপারেশন বা দাঁত বাঁধানো কাজ কি ভাবে করবেন । এ সম্পর্কে ছহিহ হাদিশ থাকলে জানিয়ে বাধিত করবেন ।

    ReplyDelete
    Replies
    1. সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Delete